• ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০১৯
সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

সিলেট সুরমা ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি কাভার্ডভ্যানকে প্রাইভেটকার পেছন থেকে ধাক্কার পর এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন একজন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আহত একজন নারী বলে জানিয়েছে পুলিশ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ফাঁড়ির এসআই বিল্লাল হোসেন বলেন, কাভার্ডভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে প্রাইভেটকারটি পেছন থেকে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানটির ভেতরে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

প্রাইভেটকার ও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।  তবে ক্যাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

লাশ উদ্ধার করে আপাতত ভবের চর ফাঁড়িতে রাখা হয়েছে।